Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫

পরীক্ষায় ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীর ডোমারে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার ব্লু স্টার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ডোমার উপজেলার মোট ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও ধর্মীয় শিক্ষা এই পাঁচটি বিষয়ের ওপর টানা দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামিক এডুকেশন সোসাইটির নীলফামারী জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সভাপতি কাজী কাজী সাদিক হাসনাইন, কেন্দ্র সচিব ও ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর ভাইস প্রিন্সিপ্যাল ওয়াকিল হাসান, পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

অভিভাবকেরা জানান, পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষাবৃত্তি ছাড়া অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাধারণত বৃত্তির কোনো ব্যবস্থা নেই। সেদিক থেকে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এমন আয়োজনের মাধ্যমে শিশুরা নানা দিক থেকে উপকৃত হচ্ছে বলে তারা মনে করেন। তারা ইসলামিক এডুকেশন সোসাইটির সাফল্য কামনা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও নিয়মিত ও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা।

পরীক্ষায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানায়, এ ধরনের পরীক্ষার মাধ্যমে পড়াশোনার চর্চা বাড়ছে এবং ভবিষ্যতের পরীক্ষাভীতি দূর হচ্ছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর