Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মৃত্যুতে ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ২০:০৪

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে একান্ত সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক দিবস পালনের জন্য ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে হাদিকে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশাযোগে ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। বেলা ২টা ২৪ মিনিটে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর