Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী ডলার দর, খোলাবাজারে বেড়ে ১২৬ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪

ডলার ও টাকা। ছবি: : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা:  বছরের শেষের দিকে এসে খোলাবাজারে মার্কিন ডলারের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। দেশে খোলাবাজারে নগদ ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বাড়তে শুরু করেছে। প্রতি ডলারের দাম ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৬ টাকা পর্যন্ত হয়েছে। অথচ গত সপ্তাহজুড়ে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৮০ পয়সা দরে বিক্রি হয়েছে। সে হিসাবে মাত্র ১ দিনের ব্যবধানে ডলারের দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। যদিও ব্যাংকগুলোর সর্বোচ্চ নির্দেশিত রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ব্যাংকের তুলনায় খোলাবাজারের ডলারের দর বেশি হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা বলে জানান সংশ্লিষ্টরা।

রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল এলাকায় সরেজমিনে দেখা গেছে, খোলাবাজারে গত সপ্তাহে প্রতি মার্কিন ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়েছে। নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এ রকম ধারাতেই ছিল। শনিবার (২০ ডিসেম্বর) হঠাৎ করে তা বেড়ে ১২৫ টাকা থেকে ১২৬ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর গত সপ্তাহের মানি চেঞ্জার্সগুলোর ঘোষিত ডলারের ক্রয়মূল্য ছিল ১২৩ টাকা ৮০ পয়সা এবং প্রতি ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৮০ পয়সা। কিন্তু শনিবার সেই খোলাবাজারে ঘোষিত দর হিসাবে ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ২০ পয়সা এবং বিক্রয়মূল্য ছিল ১২৫ টাকা ২০ পয়সা। শনিবার ছুটির দিন থাকায় নতুন দর আগামীকাল (রোববার) বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া কথা রয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর দিলকুশায় একজন বিক্রয়কর্মী জানান, শনিবার প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৫-১২৬ টাকা পর্যন্ত। অথচ গত সপ্তাহে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২৪ টাকা ৮০ পয়সা পর্যন্ত।

সংশ্লিষ্টরা জানান, বছর শেষে মানুষ ঘোরাঘুরি এবং চিকিৎসার জন্য বিদেশ বেশি যান। এতে ডলারের চাহিদা বেড়ে যায়। কিন্তু এবার ভারত, ভুটান এবং মালয়েশিয়াসহ কয়েকটি দেশ ভিসা কড়াকড়ি করেছে। এতে বিদেশ যাওয়া লোকের সংখ্যা কমানোর কথা কথা। কিন্তু এসব দেশের বাইরে থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে যাচ্ছেন অনেকে। এসব দেঊর্ধ্বমুখীশে ভারতের তুলনায় বেশি ডলার খরচ হয়। অনেকে ব্যাংক থেকে ডলার না পেয়ে খোলাবাজার থেকে ডলার কিনছেন। পাশাপাশি একটাগোষ্ঠী নগদ ডলার কিনে হাতে রাখছেন ভরে ধারণা করা হচ্ছে। সব মিলে খোলাবারে ডলারের বাড়তি চাহিদা সৃষ্টি হয়েছে। আর চাহিদা বাড়ায় খোলাবাজারে ডলারের দর বেড়েছে।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব গৌতম দে বলেন, ভারতসহ কয়েকটি দেশ ভিসা কড়াকড়ি করেছে। এতে অনেকে অন্য দেশে যাওয়ার বিকল্প হিসাব ভাবছেন। এতে খোলাবাজারেও ডলারের চাহিদা বেড়েছে। আমরা আনুষ্ঠানিকবাবে ১২৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ডলার বিক্রি করছি। এর বেশি কেউ নিচ্ছে বলে জানা নেই। আর নতুন ঘোষিত দর রোববার বাংলাদেশ ব্যাংকে অবহিত করা হবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর