Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে শহিদ হাদির স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ০০:০২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০০:৩৪

রাজবাড়ী: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের আপসহীন যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির স্মরণে রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে শহরের আজাদী ময়দান সংলগ্ন বি আর ই এল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌরসভা ও সদর উপজেলা শাখার এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভায় রাজবাড়ী পৌর জামায়াতের আমির ডা. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মো. নূরুল ইসলাম। বক্তব্য দেন জেলা শাখার নায়েবে আমির মো. হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মো. আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা ভারপ্রাপ্ত আমির প্রফেসর মো. হেলাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, হাদিকে হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহিদ করে বাংলাদেশের অগ্রযাত্রা কে থামানো যাবে না। তারা মনে করেছিল হাদিকে হত্যা করে আগামীর নির্বাচন বানচাল করা হবে। হাদির জানাজা নামাজে লাখ লাখ মানুষের উপস্থিতি তার প্রমাণ। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও তৎপর হতে হবে। ওসমান হাদি’র হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

আলোচনা সভা শেষে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শহিদ ওসমান হাদি’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাঈয়েদ আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর