নওগাঁ: নওগাঁয় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার আরমান খান পলিন (৩৪), চকদেব মাস্টারপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), কৃর্ত্তীপুর এলাকার রেজাউল হক (৭২), বাছারী এলাকার মেহেদী হাসান নিরব (২৮), গাংজোয়ার (মধ্যপাড়া) এলাকার মো. হাসান (৪৫), রাণীনগর উপজেলার কচুয়া (গহেলাপুর) এলাকার আব্দুল কাদের (৬০), জালালাবাদ মিরাট এলাকার রাফি হাসান (২৫), গানা (দিঘীর পূর্বপাড়া) এলাকার জাহাঙ্গীর আলম (৬৩), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা এলাকার আয়েত আলী (৫৬), পত্নীতলা উপজেলার হরিরামপুর এলাকার মতিবুল ইসলাম (৫৪), বটতলী এলাকার মিজানুর রহমান (৪০), মহাদেবপুর উপজেলার শেরপুর এলাকার মমতাজ উদ্দিন (৫৫), হরিপুর এলাকার রফিকুল ইসলাম (৪২), নিয়ামতপুর উপজেলার কুশমইল এলাকার মোসলেম প্রধান (৪১), পোরশা উপজেলার খড়পা এলাকার ছয়ফুল ইসলাম (৪২) এবং মান্দা উপজেলার মৈনম এলাকার জোতিরঞ্জন অধিকারী (৪৬)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গত কয়েকদিনে এখনও পর্যন্ত জেলায় বিভিন্ন মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।