Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ০০:১৮

পিরোজপুর: পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী, আদর্শবান ও আপসহীন যোদ্ধা। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট। তার শাহাদাত আমাদের জন্য শিক্ষা—ন্যায়ের পথে অবিচল থাকার।’ তিনি অবিলম্বে হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

এছাড়াও বক্তব্য দেন জুলাই মঞ্চের সাবেক পিরোজপুর জেলা সদস্য সচিব তাহমিদ আল নাসিব। তিনি বলেন, ‘হাদী ভাইয়ের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তার দেখানো পথে থেকেই গণআন্দোলন এগিয়ে নিতে হবে।’

পরে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব জানাজা নামাজে ইমামতি করেন।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর