Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছায়ানটে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩৭

ছায়ানটে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা।

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শনিবার (২০ ডিসেম্বর) রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জন আসামি করা হয়েছে।

এদিকে ছায়ানট কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাতে দুর্বৃত্তরা ধানমন্ডি ছায়ানটের ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে ভাঙচুর ও হামলা চালায় এবং সেগুলোকে পুড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা
২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩০

নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুড
২১ ডিসেম্বর ২০২৫ ১২:০৮

আরো

সম্পর্কিত খবর