ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন-এই খবরের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার আদরের পোষা বিড়াল ‘জেবু’। সর্বশেষ জানা গেছে, যুক্তরাজ্যে থাকা অবস্থায় আলোচিত সেই বিড়ালটিও বাংলাদেশে আসছে।
জেবু একটি সাইবেরিয়ান ব্রিডের বিড়াল। তার বয়স এখন সাত বছর। তাকে বাংলাদেশে আনতে প্রয়োজনীয় সব অনুমোদন ও পাসপোর্টসহ আনুষঙ্গিক কাগজপত্র ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফলে জেবুর বাংলাদেশে আসা এখন নিশ্চিত বলেই জানা গেছে।
তবে এক দেশ থেকে আরেক দেশে বিড়াল পরিবহন করা সহজ প্রক্রিয়া নয়। সাধারণ যাত্রীবাহী বিমানে বিড়াল বহনের সুযোগ না থাকায় নির্দিষ্ট নিয়ম মেনে বিশেষ ব্যবস্থায় তাদের স্থানান্তর করতে হয়। সে কারণে তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবুর দেশে ফেরা নাও হতে পারে।
সূত্র জানায়, জেবুকে কার্গো জাহাজে করে বাংলাদেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক পশু পরিবহন নীতিমালা অনুযায়ী নির্ধারিত সহনীয় তাপমাত্রা ও নিরাপদ পরিবেশে বিড়ালটিকে রাখা হবে।
উল্লেখ্য, তারেক রহমানের পোষা বিড়াল জেবু একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও জেবুর সঙ্গে সময় কাটানোর বিভিন্ন ছবি তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন, যা নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছিল।
এর আগে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তার মেয়ে জাইমা রহমানের হলেও বর্তমানে তা পরিবারের সবার প্রিয় সদস্যে পরিণত হয়েছে। পরিবারের আদরের অংশ হয়ে ওঠা জেবুর বাংলাদেশে আসা নিয়েও তাই কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।