ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ ও র্যাবের অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)।
এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করে।
জানা যায়, মামলার পরপরই র্যাব তদন্তে নামে। র্যাব সাতজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে, ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্য নেই। এ হত্যাকাণ্ডের পিছনে অন্য কিছু থাকতে পারে। জড়িতদের গ্রেফতারে কাজ করছেন র্যাব।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।