Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়েশা ও দিপু হত্যার প্রতিবাদে জগন্নাথ হলের মৌন মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৩

জগন্নাথ হলের শিক্ষার্থীদের মৌন মিছিল।

ঢাবি: ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্রকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার মেয়ে শিশু আয়েশাকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জগন্নাথ হল থেকে মৌন মিছিল শুরু করে শিক্ষার্থীরা টিএসসি হয়ে মল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, ‘প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্ম অবমাননার নাটক সাজিয়ে মানুষ হত্যা করছে। দিপু চন্দ্রকে এভাবেই পুড়িয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আগুনে পুড়ে মারা গেছে সাত বছরের শিশু আয়েশা। তার কী অপরাধ ছিল?’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ধর্ম অবমাননার নামে মব তৈরি করা এখন বাংলাদেশে একটি কালচারে পরিণত হয়েছে। এটি বন্ধ না হলে সমাজ আরও সহিংস হয়ে উঠবে।’

পল্লব বর্মন দিপু হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহত দিপুর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার শিশু আয়েশার হত্যার সুষ্ঠু বিচারেরও দাবি করেন তিনি।

মৌন মিছিল শেষে আন্দোলনকারীরা ‘দিপু চন্দ্রকে পুড়িয়ে মারে,ইন্টারিম কী করে?’, ‘তুমি কি আমি কে- দিপু, দিপু’, ‘তুমি কি আমি কে, আয়েশা, আয়েশা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় দিপু ও আয়েশা হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি কালো করে ভিডিও বার্তা পোস্ট করার আহ্বান জানান জগন্নাথ হল সংসদের সহসভাপতি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর