তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
১৫ জুলাই ২০১৮ ২০:০১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীলিপ কান্তি বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ জুলাই) বিকেলে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সারাবাংলাকে বলেন, স্কুলের ছুটি শেষে কয়েকজন ছাত্রীকে প্রাইভেট পড়াতেন শীলিপ। বেশ কিছুদিন ধরে তিনি পঞ্চম শ্রেণির দু’জন ও চতুর্থ শ্রেণির একজন ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন।
এদের মধ্যে এক ছাত্রীর মা এদিন (রোববার) সকালে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook