Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে টিকিটবিহীন ৪ হাজার যাত্রী, জরিমানাসহ আদায় ৮ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:২০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২১:০২

ঢাকা: দেশের বিভিন্ন রুটে ৮৩টি ট্রেনে একদিনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা আদায় করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬০ জন।

রেলওয়ে আরও জানিয়েছে, অভিযানে ভাড়া বাবদ ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর