Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাদির হত্যাকারী দেশের বাইরে যাওয়ার নির্ভরযোগ্য তথ্য পাইনি’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২০:০৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২১:০২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সাচিবালয়ে আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।

বিজ্ঞাপন

কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর