Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিষ মাখানো সরিষা বীজ খেয়ে প্রাণ গেল ৮০ কবুতরের

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২১:১৮

৮০টি কবুতর মারা গেছে।

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বিষ দেওয়া সরিষা বীজ খেয়ে মারা গেছে অন্তত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখি।

রোববার (২১ ডিসেম্বর) খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে, শনিবার বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে এসব কবুতর মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয়রা জানান, ১৯ ডিসেম্বর তালার হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখ পাখালির হাত থেকে রক্ষা করতে বোনার আগে বীজে বিষ মাখিয়ে দিয়েছিলেন তিনি। ২০ ডিসেম্বর তার খেতে শতাধিক ঘুঘু পাখি ও কবুতরের পদচারণা ঘটে। এর পরপরই প্রাণ যেতে থাকে একের পর এক কবুতর ও ঘুঘু পাখির। এখন পর্যন্ত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

হরিশ্চন্দ্রকাঠি গ্রামের জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাদের অনেকগুলো কবুতর মারা গেছে। তারা এ ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি আব্দুর বারীর বিচার দাবি করেন।

খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ওয়াইল্ডলাইফ টিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আব্দুল বারী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরার পদ্মশাখরায় একইভাবে শতাধিক কবুতর ও কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছির প্রাণ যায়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজবাড়ীতে বাসচাপায় শিশু নিহত
২১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩

আরো

সম্পর্কিত খবর