Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে কারাগারে থাকা জাপার টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

বরিশাল: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও বিএনপির অফিস পোড়ানো মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিপুর পক্ষে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তার অনুসারীরা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

‎বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘দুজন লোক এসে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ওই সময় আমি কেন্দ্র পরিদর্শনে ছিলাম। যেহেতু জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ বা অনিবন্ধিত দল নয়, সে কারণে তাদের মনোনয়পত্র দেওয়া হয়েছে।’

‎জানা গেছে, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর। এ ছাড়া ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম। তবে আসনটির সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু মনোনয়নপত্র সংগ্রহ করায় ভোটের হিসাবে নতুন সমীকরণ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হন বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বর্তমানে তিনি বিএনপির অফিস পোড়ানো এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর