ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার পর কারাগার থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ড চালাতে উসকানি দেন সালমান ও আনিসুল।
প্রসিকিউশন গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সালমান ও আনিসুল একাধিক ফোনালাপে কথা বলেন। এসব ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশমূলক বক্তব্য দেন তারা। তাদের ওই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রসিকিউশনের দাবি, এই বক্তব্যগুলো সরাসরি হত্যাকাণ্ডে উসকানি হিসেবে ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।