ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা ভয়াবহ বায়ুদূষণের কবলে রয়েছে। সাম্প্রতিক সময়ে বায়ুমান কিছুটা উন্নতির আভাস মিললেও ফের অবনতি ঘটেছে রাজধানীর বাতাসে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ২৭৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিশরের রাজধানী কায়রো, ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের কলকাতা এবং ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সুস্থ ব্যক্তিদেরও দীর্ঘ সময় বাইরে অবস্থান ও শারীরিক কার্যক্রম সীমিত রাখতে বলা হয়েছে।
এদিকে পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালি ও শীতকালীন আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকার বায়ুদূষণ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।