Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪

সিলেট: নিজ বাসা থেকে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেরিনের বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য। জেরিন অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ‘দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২৭ তারিখ ভোটার হবেন তারেক রহমান
২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

আরো

সম্পর্কিত খবর