Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যাকারীদের নামে ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন রাশেদ প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পিছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩ টায় পল্টন বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ‘হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করে।’

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহিদ ওসমান হাদি রোড নাম করণের দাবি জানান রাশেদ প্রধান। একইসঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

তিনি বলেন, ‘অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করব, আপনাদের টাকা দেওয়া লাগবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর