Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’, ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবি করেস্পন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

ঢাকা: দলের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে দ্রুত বিচারিক ট্রাইবুনালের মাধ্যমে বিচারসহ ৩ দাবিতে ২৪ ঘণ্টার আলিটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় শাহবাগে ‘শহীদী শপথ’ গ্রহণ করবে বলে ঘোষণা করেছে দলটি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর আগে, শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা মঙ্গলবার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদী শপথ ঘোষণা করছি। বিকেল ৩ টায় শহিদ হাদি চত্বর শাহবাগে আমরা সমবেত হব। জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী যারা গুম খুনের শিকার হয়ে শহিদ হয়েছেন, আমরা শহিদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদী শপথ পড়ব।‘

বিজ্ঞাপন

তাদের তিনটি দাবি হলো- ‘দ্রুত বিচারিক ট্রাইবুনালের’ মাধ্যমে এবং তদন্তে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ‘এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ড’ কে তদন্তে যুক্ত করা, ‘সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স’ এর মধ্যে লুকিয়ে থাকা ‘আওয়ামী দোসরদের চিহ্নিত’ এবং বিচার করতে হবে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী খোদা বখস ও আইন উপদেষ্টাকে ‘ব্যাখা দিয়ে তারপর পদত্যাগ’ করতে হবে।