Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


২২ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

বক্তব্য দিচ্ছেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক আবু সাঈদ। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুর জেলার জেলা প্রশাসক আবু সাঈদের নেছারাবাদ উপজেলায় আগমন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা নেছারাবাদ উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ–কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, নেছারাবাদ সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয় এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর সাধারণ সম্পাদক মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘নেছারাবাদ আমার আবেগের একটি স্থান। কারণ এখানে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষ, পরিবেশ ও সমস্যাগুলো আমার খুবই চেনাজানা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।‘

জেলা প্রশাসক আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বদা নিরপেক্ষ থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন অনুযায়ী দায়িত্ব পালন করা হবে এবং কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না।’

এসময় তিনি নেছারাবাদ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে উপস্থিত সবাই জেলা প্রশাসকের আগমন ও মতবিনিময় সভাকে ফলপ্রসূ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর