বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রোজেন ফুড ব্র্যান্ড কাজী ফার্মস কিচেন ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৫-এ ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা ৪র্থ বারের মতো এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করল ব্র্যান্ডটি।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সোমবার (২০ ডিসেম্বর) লে মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিনিধি, শিল্পখাতের নেতারা ও বিভিন্ন ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ বি এম শোয়েব, ব্র্যান্ড ম্যানেজার তানভীর ওয়াহীদ লস্কর, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার কওমি মাহজাবিন রিয়া-সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য, কাজী ফার্মস কিচেন এর আগেও ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ধারাবাহিকভাবে ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।