রাজবাড়ী: ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের পৌর নিউ মার্কেটের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্যমোর্চা রাজবাড়ী জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল কুমার চক্রবর্তী, সদস্য সচিব ডা. সমির কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, হরিজন ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ বক্তব্য দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-দিপু হত্যা মামলায় ১২ জনের ৩ দিন করে রিমান্ড
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ, অত্যাচার, বাড়িঘড় লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। এ ছাড়া ধর্মীয় ট্যাগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো মানুষ অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। দিন দিন মবসন্ত্রাস বেড়ে যাচ্ছে।’
তারা আরও বলেন, ‘ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যা করে পোড়ানো হয়েছে। রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, ফরিদপুরের সালথায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকারসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্ট্রান সম্প্রদায় ও হরিজন ঐক্য পরিষদের নেতাদের ওপর হামলা হচ্ছে। এই দিপু দাস, যোগেশ চন্দ্র রায়, সুবর্ণা রায়, উৎপল সরকারসহ সারাদেশে যে হত্যা হয়েছে তার অবিলম্বে বিচার চায়।’
আরও পড়ুন-ময়মনসিংহে দিপু চন্দ্রকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৭
উল্লেখ্য, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।