Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২১:০১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ রেলওয়ে। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন/অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদনের প্রেক্ষিতে ১০টি রুটে স্পেশাল ট্রেন ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের যাত্রা স্থগিত রাখা হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, রাজবাড়ী ও রোহনপুর কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২৫ ডিসেম্বর এক দিনের জন্য যাত্রা স্থগিত করায় ওই রুটগুলোর যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন—

  • কক্সবাজার-ঢাকা-কক্সবাজার;
  • জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর;
  • টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল;
  • ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার;
  • জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর);
  • পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়;
  • খুলনা-ঢাকা-খুলনা;
  • চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর;
  • রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং
  • যশোর-ঢাকা-যশোর।

এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

উল্লেখ্য, এ বাবদ বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ (ছত্রিশ) লাখ টাকা রাজস্ব আহরিত হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনি আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর