Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কারের পক্ষ নেওয়ায় জাবি ছাত্রীকে ধর্ষণের হুমকি


১৫ জুলাই ২০১৮ ২১:০৭ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ১৫:৫৭

।। জাবি করেসপন্ডেন্ট।।

জাবি: সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কথা বলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মী সহ ৫ জনের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী।

রোববার (১৫ জুলাই) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের হুমকিদাতাদের শাস্তির দাবিতে অভিযোগপত্র জমা দেন।

অভিযুক্তরা হলেন: হামজা রহমান অন্তর (নাটক ও নাট্যতত্ত্ব, ৪১ ব্যাচ), ইশকাত হারুন আকিব (বাংলা বিভাগ, ৪৬ ব্যাচ), জাহিদ হাসান ইমন (আইআইটি, ৪৬ ব্যাচ), মাসুদ রানা (মাইক্রোবায়োলজি, ৩৯ ব্যাচ) ও রনি ভৌমিক (ফেসবুকে ব্যবহৃত নাম)

অভিযোগ পত্রে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, ‘গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে আমাকে ধর্ষণের হুমকি প্রদানসহ অশালীন ভাষায় আমাকে এবং আমার পরিবারকে কটুক্তিসহ হুমকি দিয়ে আসছে। তাদের নেতৃত্বে রয়েছেন হামজা রহমান অন্তর। তার অনুসারি ইশকাত হারুন আকিব আমাকে প্রস্টিটিউট ঈঙ্গিত করে অশালীন ভাষায় গালি দেন। অপর অনুসারি জাহিদ হাসান ইমন, মাসুদ রানা ও রনি ভৌমিক (পরিচয় নিশ্চিত হওয়া যায়নি) অশালীন ভাষায় আক্রমনাত্মক কথা বলেন। তারা আমার চরিত্র হননের জন্য সংঘবদ্ধভাবে ধর্ষণ করার হুমকি প্রদান করে যাচ্ছে। এমতাবস্থায় আমি আমার সম্ভ্রম ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি হুমকিদাতা এই পাঁচজনকে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে হামজা রহমান অন্তর বলেন, এটা আমার বিরুদ্ধে মিথ্যাচার। আমি কাউকে ধর্ষনের হুমকি দেইনি।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘বিকালে অভিযোগ পত্র পেয়েছি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগে পাঠাবো।’

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর