Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২২:২১

ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করছে মানিক ও হিরক। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে নবান্ন উৎসব পালিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় বরেন্দ্র কৃষি উদ্যোগ এই উৎসবের আয়োজন করে।

শুরুতে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জানৃালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

পরে উপস্থিত সবাই বিভিন্ন পিঠাপুলির স্বাদ গ্রহণ করেন। এতে বিভিন্ন কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেষে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করে মানিক ও হিরক।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর