টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেসিংয়ের সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীরা হলো-সখিপুর উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৬), কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে লিখন (১৫) ও ফুলঝুরি এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (১৫)।
এদিকে গুরুতর আহত শিক্ষার্থী মাজিদুল (১৯) ও সুজন (১৬ )-কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেসিং করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।