Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তনে সারাদেশে ছাত্রদলের আনন্দ মিছিল

সারাবাংলা ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫ ২৩:৪০

প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) সারাদেশে স্বাগত ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে নেতাকর্মীরা, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে’, ‘শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রদলের মূলনীতি’, ‘আমার দেশ, তোমার দেশ, সবার আগে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

চাঁপাইনবাবগঞ্জ: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে স্বাগত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা। এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাকিব, আক্তারুজ্জামান, জাকির হোসেন, নাজিব ওয়াদু অমি, শহিদুল ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসান আলিসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ইবি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংগঠনটির টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সভাপতিত্বে ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ স্বাক্ষরসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সন্ধ‍্যায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ্ আল মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদু্ল্লাহ্ আল নোমান, দফতর সম্পাদক সজীব মিয়া প্রমুখ।

কুষ্টিয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কুষ্টিয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আয়োজনে পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন।

এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েকশত নেতাকর্মীরা অশগ্রহণ করেন।

রাবি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে এ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।

মিছিলটির নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। মিছিলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতারাসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর