Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইলের বড় চালান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১২:০৮

উদ্ধারকৃত চোরাই মোবাইল

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ সীমান্তে ভারতীয় অবৈধ চোরাই মোবাইলের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধীন কিরনগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল  উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানের সময় চোরাকারবারিরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইল ফোনগুলো প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালানসহ সকল অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ইসির সঙ্গে ৪ উপদেষ্টার বৈঠক আজ ‎
২৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৭

আরো

সম্পর্কিত খবর