Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০টি বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৫

ছবি: সংগৃহীত

গাজীপুর: শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, সোনার গহনাসহ মূল্যবান মালামাল নষ্ট হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার জৈনাবাজার আবদার কলেজ রোড এলাকার রবিকুল ইসলাম রবির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন জানান, ভোরে একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় দশটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ভাড়াটিয়ারা ঘরে থাকা কোনো জিনিসপত্র বের করার সুযোগ পাননি।

বিজ্ঞাপন

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে তিনি জানান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর