Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তন
যানজট এড়াতে বিমানবন্দরগামী যাত্রীদের আগাম সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আগামী ২৫ ডিসেম্বর ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই ওইদিন হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এই অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীদের ওই তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর