Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি


১৫ জুলাই ২০১৮ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার (১৫ জুলাই) সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীকে এই স্মারকলিপি দেয়।

এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্মারক লিপিতে বলা হয়, ‘২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে বিশাল অংকের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সহজলভ্য ও ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দেবার উদ্দেশ্যে চলতি বছরের বাজেটে ইন্টারনেটের ওপর থেকে ১০ শতাংশ ভ্যাট কর্তন করেছেন। যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এই বাজেট ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। যার ফলে ইন্টারনেটের মূল্য অনেক কমার কথা। কিন্তু মাননীয় মন্ত্রী আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, আজ পর্যন্ত অপারেটররা এক পয়সাও ইন্টারনেটের দাম কমায়নি।’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ‘উল্টো ইন্টারনেটের গতি কম থাকায় ও বিভিন্ন অজুহাতে দ্রুত ডাটা কর্তনের ফলে ইন্টারনেট সেবার মূল্য কমার পরিবর্তে বৃদ্ধি পাচ্ছে। যা কি না আইনের পরিপন্থী। পূর্বেও ব্যান্ডউইথের দাম সরকার বহুলাংশে কমানোর পরেও অপারেটররা দাম কমায়নি। আমরা মনে করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রণ কমিশনের উদাসিনতা, অদক্ষতা, অযোগ্যতা ও সৎ মনোভাব না থাকায় অপারেটররা দিন দিন শোষণের মাত্রা বৃদ্ধি করেই চলেছে। বিষয়টি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, মহান সংসদে পাস করার সিদ্ধান্তকেও বৃদ্ধাগুলি দেখাচ্ছে। ইন্টারনেট ব্যবহারের ওপর পূর্বের ভ্যাট গ্রাহকদের কাছ থেকে আদায় করলেও রাষ্ট্র এই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি রাষ্ট্র ও জনগণের সাথে প্রতারণার ছাড়া কিছুই না।’

স্মারকলিপিতে ইন্টারনেটের মূল্য বর্তমান ব্যান্ডউইথ ও ভ্যাটের সাথে সামঞ্জস্য রেখে দ্রুত বাস্তবায়ন করার জন্য অর্থমন্ত্রীর সুদৃষ্টি কমনা করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

ইন্টারনেটের মূল্য

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর