চার নারী ধর্ষণের ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার
২৫ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর চার নারী ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া ও আসামি গ্রেফতারে আংশিক গাফিলতির কথা স্বীকার করেছে পুলিশ। সোমবার দুপুরে কর্ণফুলী থানায় সংবাদ সম্মেলনে এই গাফিলতির কথা স্বীকার করেন চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপ কমিশনার হারুন-উর-রশিদ হাজারী।
তিনি বলেন, ঘটনার পরপরই স্পর্শকাতর এ বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কর্ণফুলী থানা পুলিশের। এক্ষেত্রে থানা পুলিশের আংশিক গাফিলতি ছিল এটা অস্বীকার করার উপায় নেই।
এদিকে ঘটনার পর থেকেই মামলার তদন্তে পুলিশের গাফলতির অভিযোগ তুলে কর্ণফুলী থানার ওসির অপসারণ দাবি জানিয়ে সভা সমাবেশ করছেন নারী উন্নয়ন ফোরাম চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠন।
গত ১২ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এক গ্রামে রাত একটার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুটপাট শেষে চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। ঘটনার ৬দিন পর ডাকাতি ও চার নারীকে ধর্ষণের ঘটনায় আলাদা দুটি হয়। পুলিশ এরইমধ্যে এক আসামিকে গ্রেফতার ও সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।
সারাবাংলা/আরসি/একে