Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মাইক্রোবাসচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯

নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়াতে মাইবাসক্রোযোগে অপহরণের পর লোটো শোরুমের স্বত্ত্বাধিকারি পিন্টু আকন্দকে (৩৫) হত্যা করেছে অপহরণকারী চক্র। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসের চালক দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুরের বাসিন্দা সানোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বাসিন্দা। তিনি দুপচাঁচিয়া উপজেলা সদরে লোটো ব্রান্ডের জুতার ব্যবসা করতেন।

জানা যায়, সোমবার রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার লোটো শো-রুমের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নামে। এসময় তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে টেনে-হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে নিয়ে যায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ উদ্ধার অভিযানে নামে। তথ্য প্রযুক্তির মাধ্যমে রাত সাড়ে ১২টায় বগুড়ার আদমদীঘি-তিলোকপুর সড়কের কোমারভোগ গ্রাম এলাকায় মাইক্রেবাসটির সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে মাইক্রোবাসের সিটের নিচে ঢেকে রাখা পিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা অপহৃত পিন্টু আকন্দকে দুর্বৃত্তরা কৌশলে হত্যা করেছে। মাইক্রোবাসটি অচল হয়ে গেলে দুর্বৃত্তরা মরদেহ ও মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাতেই থানা পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর