Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

শতাধিক গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে শতাধিক গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন প্রমুখ।

বিজ্ঞাপন

পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রতিবছর দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্রাম পুলিশের সদস্যরা একদম তৃণমূল পর্যায় থেকে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। তাই এ বছর আমরা দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হলো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর