চাঁপাইনবাবগঞ্জ: শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ‘সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, পরিবেশবান্ধব শহর গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজাইপুর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি বাসযোগ্য ও সুন্দর শহরে পরিণত করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক কমিশনার আব্দুল বারেক ও মাসুদুল হক নিখিল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাগর আহমেদ, সাবেক জেলা ছাত্রদলের মিম ফজলে আজিজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আজাইপুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।