Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা পিরোজপুর চেম্বারের সভাপতি হওয়ায় জামায়াত নেতার শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৪

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ফুলেল শুভেচ্ছা জানান পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

পিরোজপুর: পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে অবস্থিত নবনির্বাচিত সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আল আমিন ফকির, পৌর ৮ নম্বর ওয়ার্ড যুব সেক্রেটারি রেদওয়ান রিয়াজ, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন, সাবেক ছাত্রদল নেতা মারুফ, ব্যবসায়ী সোহাগসহ উভয় দলের নেতারা।

বিজ্ঞাপন

মাসুদ সাঈদী নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে, সে বিষয়ে চেম্বারকে কঠোর নজরদারি রাখতে হবে।’ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং যত্রতত্র দোকান বসিয়ে জনভোগান্তি সৃষ্টি রোধে নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রম। সবাইকে সম্মিলিতভাবে নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।’ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সভাপতি, আহসানুল কবির সিনিয়র সহ-সভাপতি এবং মেহেদী হাসান সহ-সভাপতি নির্বাচিত হন।

বিজ্ঞাপন

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর