ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সহায়তা কর্মসূচি না নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেসঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকেও নতুন করে কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম না দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি), ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি) কার্যক্রম নতুন করে দেওয়া যাবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে যে সব কার্যক্রম পূর্ব হতে পরিচালিত হচ্ছে সেগুলো অব্যাহত থাকবে।
এতে আরও বলা হয়, নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় উল্লেখিতভাবে নতুন ভিডব্লিউবি, এমসিপিবিসহ এ ধরনের নতুন কার্যক্রম না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কোনো এলাকায় ওই কার্যক্রম নতুনভাবে দেওয়া আবশ্যক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।