Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি অফিসার সমিতির নির্বাচন
বিএনপিপন্থীদের জয়জয়কার, জামায়াতের ভরাডুবি

রাবি করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:০৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ১৮টি পদের সবক’টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। অন্যদিকে ভরাডুবি হয়েছে জামায়াত সমর্থিত প্যানেলের।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ও মনোবিজ্ঞান বিভাগের উপ-পরিচালক (হিসাব) মো. আনোয়ারুল ইসলাম (আনারুল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অর্থ ও হিসাব দফতর) মো. রিয়াজ উদ্দিন।

বিজ্ঞাপন

সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম ভোট পেয়েছেন ৪৪৯টি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট। সেইসঙ্গে সহ-সভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, বিএনপিপন্থী প্যানেল থেকে বিজয়ী অন্যান্য সম্পাদকরা হলেন যুগ্ম-সম্পাদক মো. মনোয়ার হোসেন উৎপল, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো.আব্দুল মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো.আলমগীর হোসেন শামীম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.ফরমান আলী।

নির্বাচিত সদস্যরা হলেন মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোছা. রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু, মো. নাসির উদ্দীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর