Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বি-বার্ষিক নির্বাচন
চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল ও সা. সম্পাদক শাহ আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪

চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যরা।

চুয়াডাঙ্গা: জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭-এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক ‘সময়ের সমীকরণ’ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক পদে ‘প্রথম আলো’র চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি পদে ‘এনটিভি’র চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক নয়াদিগন্ত’ ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি হুসাইন মালিক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মারুফ সরোয়ার বাবু আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় দুই কমিশনার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসূলি (স্পেশাল পিপি) এম.এম.শাহজাহান মুকুল ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আ.স.ম. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব থেকে নাজমুল হক স্বপন ও শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট থেকে রফিকুল ইসলাম ও হুসাইন মালিক পরিষদ মনোনয়ন সংগ্রহ করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং নির্বাচন কমিশন কর্তৃক দুটি সংগঠনের ২৬ জন প্রতিদ্বন্দ্বীর সকলেই বৈধ ঘোষিত হওয়ায় এবং এদের কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা), অর্থ সম্পাদক জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন (সময় টিভি), ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু (দেশ টিভি), দফতর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার (আমার দেশ)।

প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা হলেন, সরদার আল আমিন (সম্পাদক ও প্রকাশক) দৈনিক মাথাভাঙ্গা এবং চুয়াডাঙ্গা প্রতিনিধি বাংলাভিশন টিভি) রাজীব হাসান কচি (প্রধান সম্পাদক আজকের খাসখবর, নিজস্ব সংবাদদাতা দৈনিক জনকণ্ঠ ও চুয়াডাঙ্গা প্রতিনিধি চ্যানেল আই), আশরাফুল হক বিপুল (সম্পাদক ও প্রকাশক আজকের চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা প্রতিনিধি এসএ টিভি), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে) ও রিফাত রহমান (জিটিভি ও দৈনিক বণিক বার্তা)।

অপরদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সভাপতি পলাশ উদ্দিন (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা (দৈনিক সকালের সময়), অর্থ-সম্পাদক আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান (মানবজমিন), ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী), দফতর সম্পাদক সনজিত কর্মকার (নয়া শতাব্দী ও কলকাতা টিভি) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান (দি নিউনেশন ও সোনালী বার্তা), খাইরুল ইসলাম (দৈনিক বর্তমান বাংলা), আজাদ হোসেন (এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ), এফ.এ. আলমগীর ( দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা) ও আশরাফুল আলম (দৈনিক দেশের বাণী)।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিন নির্বাচন কমিশনার হলেন, অ্যাডভোকেট এম.এম.শাহজাহান মুকুল, অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ ও অ্যাডভোকেট আহসান আলী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর