ঠাকুরগাঁও: টানা ৫ম দিনের মত ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈত প্রবাহ আর ঘন কুয়াশা। এতে বিপাকে পড়েছে জনজীবন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মৃদু শৈত প্রবাহ আর ঘন কুয়াশায় ঢেকে যায় ঠাকুরগাঁওয়ের শহর, মাঠ-ঘাট।
কুয়াশার কারণে সকালেও হেডলাইট জালিয়ে যান চলাচল করছে। এতে চরম দূর্ভোগের শিকার হচ্ছে প্রাণীকুল। অনেকে খর খুটো জালিয়ে শীত নিবারণ করছে। সারাদিনে সূর্যের দেখা মিললেও তা যেন সাময়িক সময়ের জন্য।
হিমালয় পাদদেশ হওয়ায় প্রতিবছর এ জেলায় শীতের প্রকোপ অন্য জেলার তুলনায় অনেক বেশি। এদিকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বিপাকে। জেলার কৃষি সম্প্রসারন অধিদফতর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানিয়েছেন।