Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী লাইফের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪১

-ছবি : সংগৃহীত

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী লাইফ জানায়, বার্ষিক সাধারণ সভায় গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদিত হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বাজারের অনিশ্চয়তা ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলার প্রয়োজনীয়তার সময়ে এ নগদ লভ্যাংশ ঘোষণা কোম্পানির সক্ষমতা, নগদ প্রবাহ ব্যবস্থাপনা ও বিনিয়োগ-আস্থা জোরদারের ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ২০২৫ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক এবং পরিপালন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়, যা আর্থিক স্বচ্ছতা ও নিয়ন্ত্রক অনুবর্তিতার ওপর কোম্পানির গুরুত্বকে আরও দৃশ্যমান করে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মইনুল ইসলাম শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং কোম্পানির আর্থিক শৃঙ্খলা, নিয়ন্ত্রক পরিপালন ও করপোরেট সুশাসন বজায় রাখতে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

নাবিল গ্রুপে চাকরির সুযোগ
২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর