Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১

বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক এম বাবু। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া এম বাবু (৪৫) ভারতের মুর্শিদাবাদ জেলার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, আজ আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিগ্রীরচর নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এম বাবু নামের এক ভারতীয় নাগরিককে আটক করে। আটক করা ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য সাত হাজার টাকা। আটক ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর