Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২

১৮ ডিসেম্বর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ফাইল ছবি।

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মো. জাকির হোসেন শান্তকে, আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মো. স্বপন মন্ডলকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আর ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর