Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জনউদ্যোগ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৬

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণের মুহূর্ত। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ‘নিয়মিত খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে’-এই প্রতিপাদ্যে ময়মনসিংহে জনউদ্যোগ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর বলাশপুর আবাসন মুক্তিযোদ্ধা পল্লীতে বলাশপুর আবাসন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনউদ্যোগ’র আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহায়তায় জনঅংশগ্রহনমূলক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়।

আইইডি সংগঠিত নারীদল, পুরুষ দল, কিশোরী ও যুবদের জন অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বলাশপুর আবাসন মুক্তিযোদ্ধা পল্লীর কমিউনিটি লিডার আব্দুল মোতালেব, বাবু স্বপন চন্দ্র সেন, মো. শহিদুল ইসলাম, নারী ফোরামের আহ্বায়ক সৈয়দা সেলিমা আজাদ, সূরাইয়া ইয়াসমিন ঋতু, জনউদ্যোগের সদস্য অধ্যাপিকা হোসনে আরা বেগম শিল্পী, জহিরুল আমীন রুবেল, মো. জিয়াউর রহমান, সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা, আইইডি ময়মনসিংহ কেন্দ্র ব্যবস্থাপক ও জনউদ্যোগ সদস্য নূর নাহার বেগম, সদস্য সচিব শাখাওয়াত হোসেন এবং আইইডি ময়মনসিংহ কেন্দ্র হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সূবর্ণা দাস, নন্দিতা সাহা, রিমা পাল প্রমুখ।

বিজ্ঞাপন

জনউদ্যোগ সদস্য অধ্যাপিকা হোসনে আরা বেগম শিল্পী বলেন, ‘এভাবে পিছিয়ে পড়া কমিউনিটির নারী-পুরুষদের নিয়ে খেলাধুলার আয়োজন করার জন্য জনউদ্যোগ ও আইইডি-কে ধন্যবাদ। কারণ এ ধরনের আয়োজন এখন নেই বললেই চলে। এছাড়াও যারা পিছিয়ে পড়া এবং অবহেলিত জনগোষ্ঠী আমাদের সমাজে বসবাস করে তাদের বিনোদনের জন্য বা শারীরিক মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য এই খেলাধুলা অত্যন্ত জরুরি যা বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির ব্যবস্থাপনায় জনউদ্যোগ করেছে। আমার মনে হয় প্রতিবছরই এ ধরনের সুযোগ আমাদের নারীদের করে দেওয়া উচিৎ। আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর