Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২২:০৭

বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিকেএসএফ-এর সহায়তায় `নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক উপ-প্রকল্পের আয়োজনে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) জেলার মুক্তমঞ্চ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহযোগিতায় স্থানীয় মুক্তমঞ্চে ফাউন্ডেশনের গভার্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস।

জৈবসার উৎপাদনের উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন ইরফান হায়দার, তৌফিকুল আলম ও মেহেরপুর বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ৪০ জন উদ্যোক্তা বিভিন্ন পণ্য ও প্রযুক্তি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী মেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার অনুষ্ঠানসূচি সাজানো হয়।

মেলা শেষে সেরা তিন উদ্যোক্তা পুরস্কৃত হন। প্রথম পুরস্কার পান দামুড়হুদার সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান মিষ্টি বাড়ি, চুয়াডাঙ্গা ভার্মি কম্পোস্টের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান মেহেরপুরের মুজিবনগরের শাহীন সুইট।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে কম্বল বিতরণ
২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর