পাবনা: পাবনায় ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিএনপি নেতা বিরু মোল্লাকে গুলি করে হত্যায় ব্যবহৃত দুই নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানা লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল করিমের পরিত্যক্ত টিনের ঘরের পুরাতন জিনিসপত্র এবং খড়ি রাখার ঘর থেকে লাল রঙ্গের নেট দিয়ে প্যাচানো অবস্থায় ৬ রাউন্ড গুলিসহ ওই দুই নলা বন্ধুক উদ্ধার করা হয়।
আসামী জহুরুল মোল্লাকে হত্যা শেষে পালানোর পথে অস্ত্রটি পরিত্যক্ত ওই ঘরে ফেলে যায় বলেও তিনি নিশ্চিত করেছে পুলিশ।
উল্লেখ্য, নিজের জমিতে ইটভাটার মাটি কাটা নিয়ে দ্বন্দে গত ১৭ ডিসেম্বর নিজের চাচাতো ভাই মো: জহুরুল মোল্লার হাতে খুন হন ঈশ্বরদী থানা লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক বিরু মোল্লা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তার হত্যাকারীরে দুটি অস্ত্র এবং ৩১ রাউন্ড গুলিসহ আটকের পর বুধবার তাকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করল পুলিশ।