Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

দিনের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ‌ ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতার ‌ উদ্বোধন করেন‌। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এবং সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগিতায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায়‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শিরিন আক্তারের সভাপতিত্বে ‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-‌অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধাক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, জেলা ক্রীড়া অফিসার‌ মো. আল -আমিন খন্দকার। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক ‌মোহাম্মদ রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ‌ মাদকদ্রব্যের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে ‌ আলোচনা করেন। বক্তারা বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি দেশ জাতীর ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। আর তাই সবাইকে মাদক পরিহার করার জন্য আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে‌ খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

দিনের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ‌ ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতার ‌ উদ্বোধন করেন ‌।

প্রতিযোগিতায় ক্রিকেট ইভেন্টে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইসলামের ইতিহাস বিভাগ‌ এবং ভলিবল ইভেন্টে বিএনসিসি ও রাজেন্দ্র কলেজ রোভার ইউনিট প্রতিযোগিতায়‌ অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর