Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত, ফেলে দেওয়া হলো নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫০

আহত সাংবাদিক সাইফুল মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পারিবারিক জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে জাগো নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাইফুল ইসলামের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে।

হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে পাশ্ববর্তী ইছামতি নদীতে ফেলে দেয় বলে জানা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক সাইফুল ইসলাম (৩০) মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের নানাবাড়ি বালুচর ইউনিয়নের চৌদ্দগ্রাম এলাকায়। তার মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি ও ইসলাম ফারুক দলবল নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। জমি সংক্রান্ত এ বিরোধের জেরে কয়েক বছর আগে আদালতে মামলা করা হলে রায়ে জমির দখল সাইফুলদের পক্ষেই দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সাইফুল ইসলাম ও তার স্বজনরা নিজেদের জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সাইফুল ইসলামকে মারধর করতে করতে পাশ্ববর্তী ইছামতি নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন, ‘সাইফুল নামের এক রোগীকে মাথায় গুরুতর আঘাতসহ হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতাউল করিম জানান, সাংবাদিক সাইফুল ইসলামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৪ ডিসেম্বর একই জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্ত ইয়াকুব, ইউনুস, রাব্বি ও ইসলাম ফারুকরা সাইফুল ইসলামের খালা ও খালাতো ভাইসহ ছয়জনকে মারধর করে আহত করে। সে ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর