ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের উদ্যোগে কেনা বুলেটপ্রুফ বাস বিমানবন্দরে এসে পৌঁছেছে।
চট্টগ্রাম বন্দরে বাসটি খালাস করা হয় এবং সোমবার সেটি ঢাকায় পৌঁছায় এবং সকাল সারে ৯টার দিকে বাসটি বিমানবন্দরে পৌঁছে।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল। তিনি জানান, তারেক রহমানকে বহনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই বুলেটপ্রুফ বাসসহ একাধিক নিরাপত্তা যান প্রস্তুত রাখা হয়েছে।